ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ফাইল ফটো

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধের প্রতিবাদে এই অবরোধ দেয় তারা।

 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নিমতলী থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির চাকা পাংচার করে ও চাকা খুলে গাড়ি ফেলে রেখেছে অটোরিকশা মালিক-শ্রমিক সংগঠনের সদস্যরা। এতে ঢাকা-মাওয়া মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় অবরোধকারীরা অবিলম্বে মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

 

এদিকে যান চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ মহাসড়ক দিয়ে যাতায়াত করা অগণিত যাত্রী।

 

হাসাড়া হাইওয়ে সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কুচিয়ামোড়া ব্রিজের উপর বেশ কয়েকটি গাড়ির চাকা পাংচার করে ফেলে রাখা হয়েছে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছি।’

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় প্রায় সাতটি গাড়ি পাংচার করে ফেলে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আমরা অতিরিক্ত পুলিশ পাঠাচ্ছি। দ্রুত সময়ের মধ্যেই মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

 

 

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/৩ আগস্ট ২০১৫/শেখ মো. রতন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়