ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকার আকাশে পূবালী মেঘ, ছিল না সূর্যের তাপ

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৯ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকার আকাশে পূবালী মেঘ, ছিল না সূর্যের তাপ

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকে রাজধানীতে রোদ ছিল, কিন্তু ছিল না সূর্যের তাপ। এর কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকার আকাশে ছিল পূবালী মেঘ। এর কারণে সারা দিন রোদ থাকলেও কোনো তাপ ছিল না।

শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ আরিফ হোসেন রাইজিংবিডিকে বলেন, পূবালী মেঘ সাধারণত শরৎকালে হয়। তবে কয়েক বছর ধরে বছরের এই সময়টায় এই মেঘ মাঝে মাঝে দেখা দিচ্ছে।

তিনি বলেন, এই মেঘের তেমন কোনো প্রভাব নেই। তবে এই মেঘের কারণে সূর্যের তাপ পাওয়া যায় না। আর বাতাসে হালকা আর্দ্রতা এবং হালকা বাতাসের বেগ থাকায় বৃষ্টি হয়নি।

অধিদপ্তরের তথ্য মতে, আজ ঢাকায় ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। আর ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

আজ দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৭১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও মংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৬/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়