ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকায় দক্ষিণ আফ্রিকা নারী দল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় দক্ষিণ আফ্রিকা নারী দল

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের লোগো

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের মেয়েদের সঙ্গে পাঁচটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

সোমবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছে প্রোটিয়া নারীরা।

১২ জানুয়ারি থেকে দুই দলের ওয়ানডে সিরিজ কক্সবাজারে শুরু হবে। ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি পরবর্তী চারটি ম্যাচও সেখানেই হবে।

বাংলাদেশ দল কক্সবাজারে ক্যাম্প করছে এক সপ্তাহ ধরে। মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল রয়েছে একই গ্রুপে। মূল পর্বে মাঠে নামার আগে দুই দলই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা নারী দল:

ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, সুন লুস, মারিজান ক্যাপ, মসলিন ডেনিয়েলস, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, ইয়োলানি ফোরি, আদ্রিয়ে স্টেইন, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়