ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবিতে হিযবুত তাহরীর সন্দেহে এক শিক্ষার্থী আটক

আবু বকর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবিতে হিযবুত তাহরীর সন্দেহে এক শিক্ষার্থী আটক

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিযবুত তাহরীর কর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এক শিক্ষকের রুমে সংগঠনের দাওয়াতী কার্যক্রম চালানোর সময় বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে।

 

আটককৃত ওই শিক্ষার্থীর নাম আব্দুল মতিন। তিনি বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী।

 

এসময় তার কাছ থেকে  মোবাইল, ট্যাব, লিফলেট ও জিহাদী বই পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

 

আমজাদ আলী বলেন, মতিনকে হাতেনাতে আটক করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাবি/৫ জুলাই ২০১৫/আবু বকর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়