ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাস উৎসবকে ঘিরে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

জে.কান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৩ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস উৎসবকে ঘিরে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : রাস উৎসব উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের আগমনে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত।

 

তিন দিনব্যাপী এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বি ছাড়াও অন্যান্য ধর্মের প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে।

 

রোববার রাতভর পূজা শেষে সোমবার পুণ্যার্থীদের সমুদ্রস্নানের মাধ্যমে এই উৎসব শেষ হবে।

 

উৎসবের নিরাপত্তায় কুযাকাটাসহ কলাপারা উপজেলায় প্রসাশনের নজরদারি বাড়ানো হয়েছে।

 

কলাপারা উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি প্রসাশনের কন্ট্রোলরুমের ব্যবস্থা করা হয়েছে এবং পুরো এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিরাপত্তা বিধানের লক্ষ্যে পুলিশের পাশাপাশি র‌্যাব ও একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে আছেন।

 

কুয়াকাটা অনন্যা ভিলা রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত অন্নড় মুখার্জী জানান, অনন্যা ভিলা রাধা কৃষ্ণ মন্দিরে স্থাপিত রাধাকৃষ্ণের যুগল প্রতিমা দর্শনে প্রতিবছর ভিড় জমে ভক্তদের।রাস উৎসবকে কেন্দ্র করে আগতদের থাকা খাওয়া নির্বিঘ্ন  করতে আবাসিক হোটেল ভাড়া ও রেস্তোরাঁয় খাবারের তালিকা মূল্য টাঙানো, পানি ও পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং যত্রতত্র গাড়ি পার্কিং নিষিদ্ধ করতে পৌরসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কলাপাড়া মদনমোহন সেবাশ্রমের সভাপতি ও রাস উদ্‌যাপন কমিটির সভাপতি কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার জানান, ১৯২৭ সালে সেবাশ্রম প্রতিষ্ঠাকালীন সময় থেকে রাস উৎসব ও কুয়াকাটার সাগরে পুণ্যস্নান পালিত হচ্ছে।

 

 

রাইজিংবিডি/বরিশাল/১৩ নভেম্বর ২০১৬/জে.কান স্বপন/কেয়া/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়