ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শান্তিতে নোবেল পুরস্কার নিলেন সান্তোস

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শান্তিতে নোবেল পুরস্কার নিলেন সান্তোস

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের হাতে শান্তিতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শনিবার নরওয়ের রাজধানী অসলোতে সনদ ও স্বর্ণপদক গ্রহণ করেন তিনি।

 

কলম্বিয়ায় ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসানে নেওয়া পদক্ষেপের জন্য তাকে ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়।

 

পুরস্কার নেওয়ার পর হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, এই পুরস্কার দেশে অর্ধশতক ধরে চলা গৃহযুদ্ধ অবসানের ‘অসম্ভব স্বপ্ন’বাস্তবায়নে সহায়তা করবে। 

 

কলম্বিয়ায় বামপন্থি বিদ্রোহীগোষ্ঠী রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে ৮০ লাখ মানুষ।

 

চলতি বছরে ফার্কের সঙ্গে ঐতিহাসিক চুক্তির কথা উল্লেখ করে হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, বিশ্বে একটি যুদ্ধ কমে গেছে। সেটি হলো কলম্বিয়া যুদ্ধ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৬/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়