ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রমাণ গতকালের ওবায়দুল কাদেরের বক্তব্য।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। তিনি কি আমাদের দলের অতিরিক্ত মহাসচিব হয়েছেন যে, আমাদের দলের ভিতরের সিদ্ধান্তও তিনি অগ্রিম বলে দিচ্ছেন।’

বিএনপিকে ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি না এলে তাদের নিবন্ধন বাতিল করা হবে, এমন বক্তব্য দিয়ে ক্ষমতাসীন দলের নেতারা ছলচাতুরী করে বিএনপিকে নির্বাচনের বাহিরে রাখার ষড়যন্ত্র করছে। আমি তাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলতে চাই, সৃষ্টিকর্তা আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারো নেই।’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘এই সরকার জনবান্ধব সরকার নয়। জনবান্ধব সরকার কখনো জনমতের রায়কে উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে পারে না। জনগণকে অসহনীয় যন্ত্রণা দেওয়ার জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৭/নাসির/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়