ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিন জঙ্গির ময়নাতদন্ত না.গঞ্জে নয় : সিভিল সার্জন

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২৭ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন জঙ্গির ময়নাতদন্ত না.গঞ্জে নয় : সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্ত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হবে না।

 

তাদের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আশুতোষ দাস।

 

আজ শনিবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন আশুতোষ দাস বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে বিকেলে ঘটনাস্থল থেকে মাস্টার মাইন্ড তামিম চৌধুরীসহ তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

সিভিল সার্জন আশুতোষ জানান, নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হলেও ডিএনএ নমুনা সংগ্রহ ও সংরক্ষণাগার না থাকায় এখানে করা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

তবে এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) মো. ইউসুফ আলী বলেছিলেন, তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত হবে নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে।

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৭ আগস্ট ২০১৬/হাসান উল রাকিব/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়