ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিন জঙ্গির ১৪ বছর করে কারাদণ্ড

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন জঙ্গির ১৪ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

২০০৫ সালে চট্টগ্রামের আদালতের এজলাসে বোমা নিক্ষেপের ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভুঁইয়া মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত জেএমবি সদস্যরা হলেন- জাবেদ ইকবাল প্রকাশ মোহাম্মদ, শাহাদাত হোসেন প্রকাশ মাসুদ বিল্লাহ এবং জাহিদুল ইসলাম সুমন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নির্মলেন্দু প্রকাশ চক্রবর্তী রাইজিংবিডিকে জানান, ২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা জজের আদালতের এজলাসে বইয়ের মধ্যে করে বোমা নিয়ে তা নিক্ষেপ করে জেএমবি সদস্য শাহাদাত। বোমা তাৎক্ষণিক বিস্ফোরিত না হওয়া এজালাসে থাকা বিচারকরা প্রাণে বেঁচে যান। ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় জেএমবি সদস্য শাহাদাতকে।

পরে শাহাদাতের স্বীকারোক্তির ভিত্তিতে জেএমবি তৎকালীন চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার জাবেদ ইকবালসহ তিন জঙ্গির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

আসামিদের মধ্যে জাহিদুল ইসলাম সুমন পলাতক। অন্য দুই জেএমবি সদস্যকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করে পুলিশ।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়