ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘তৌফা ও তহুরা ভাল আছে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তৌফা ও তহুরা ভাল আছে’

নিজস্ব প্রতিবেদক : অস্ত্রোপচারে পৃথক করা গাইবান্ধার সুন্দরগঞ্জের ১০ মাস বয়সি জোড়া শিশু তৌফা ও তহুরা ভাল আছে।

বুধবার তাদের সেলাই কাটা হয়েছে। কাল/পরশু হয়ত প্রস্রাবের রাস্তার নল খুলে দেওয়া হবে।

শিশু দুটির বর্তমান অবস্থা সম্পের্ক জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলাম বলেন, ‘ওরা (তৌফা ও তহুরা) ভাল আছে। আজ সেলাই কাটা হয়েছে। ওদের খাবার-দাবার ঠিক আছে। অন্য কোনো সমস্যা নেই। আপাতত আরো কয়েকদিন ওদের হাসপাতালে থাকা লাগবে।’

পরবর্তী চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, ‘ক্যাথেটার আছে, ক্যাথেটার খুলব। প্রস্রাবের রাস্তায় নল দেওয়া। ওগুলো খুলব। নল খোলার আগে গ্লাপ করা হয়। আমরা গ্লাপ করা শুরু করেছি। অবস্থা বুঝে আগামীকাল বা পরশু নল খুলব হয়ত।’

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার রাজ মিয়ার স্ত্রী সাহিদা আক্তার এ জোড়া শিশুর জন্ম দেন। ৭ অক্টোবর নয় দিন বয়সে জোড়া শিশু দুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিক্যাল বোর্ড গঠন করে জোড়া শিশু দুটির প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। তখন ছোট একটি অপারেশনের মাধ্যমে তাদের পায়খানার রাস্তা আলাদা করে দেওয়া হয়। এরপর তাদেরকে শুধু প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

দীর্ঘ ১০ মাস প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার পর গত ১ আগস্ট তৌফা ও তহুরার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, ছয় মাস পরে তাদের আবার অস্ত্রোপচার করা হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/সাওন/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়