ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকারের পদত্যাগ চায় বিএনপি

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ৫ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারের পদত্যাগ চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতি’ এবং নাগরিক নিরাপত্তায় ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এসব কথা বলেন।

ইসলাম অবমাননার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয় পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিএনপির পক্ষ থেকে সামগ্রিক বিষয় সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। সেখানে তারা ভুক্তভোগী নাগরিকদের সঙ্গে কথা বলেন।

গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় রসরাজ দাস নামের এক ব্যক্তি পবিত্র কাবা শরীফ অবমাননা করে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়। নাসিরনগরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হিন্দুদের পাঁচটি বাড়িতে আগুন দেওয়া হয়।  

হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ধ্বংসলীলা দেখে আমরা মর্মাহত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

নাসিরনগরে হিন্দুদের ওপর হামলায় জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের তিন নেতাকে বহিস্কার করে এ হামলার স্বরূপ উম্মোচিত হয়েছে। দেশবাসীর কাছে দিবালোকের মত স্পষ্ট হয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগই হিন্দুদের সম্পত্তি দখল করে রেখেছে। যে সব লোক হিন্দুদের সম্পত্তি দখল করেছে, আমরা চাই তাদের একটি তালিকা করে বিচার করা হোক।’

নাসিরনগরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাঙচুরকারীদের বিচার করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই সঙ্গে মুসলমান ও হিন্দুরা যাতে একত্রে বসবাস করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি করছি।’

তিনি বলেন, ‘প্রথম হামলার ঘটনা অনাকাক্সিক্ষত বলা যেতে পারে। কিন্তু আবার ৬টি বাড়িতে নতুন করে আগুন দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। হামলা হয়েছে ১টার দিকে আর পুলিশ এসেছে বিকেল ৫টার দিকে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এ ধরনের ঘটনা এড়ানো যেতো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী ও ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৬/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়