ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সম্মেলনে ১২টি দেশের ৫৫ জন অতিথি যোগ দেবেন

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্মেলনে ১২টি দেশের ৫৫ জন অতিথি যোগ দেবেন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ১২টি দেশের ৫৫ জন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দীপু মনি। 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।

 

দীপু মনি বলেন, ‘এ পর্যন্ত ১২টি দেশের ৫৫ জন বিভিন্ন পর্যায়ের নেতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের বিষয় আমাদের নিশ্চিত করেছেন। তবে এই অতিথির সংখ্যা আরও বাড়বে। ইতোমধ্যে দুইজন অতিথি বাংলাদেশে এসে পৌঁছেছেন।’

 

এ সময়ে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন।

 

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৬/এনআর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়