ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দলীয় প্রধান ও সাধারণ সম্পাদকের ছবি চেয়েছে ইসি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দলীয় প্রধান ও সাধারণ সম্পাদকের ছবি চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক : দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের প্রধান ও সাধারণ সম্পাদকের ছবি চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রাতে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি নিবন্ধিত সব রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান বা সভাপতি ও সাধারণ সম্পাদক বা মহাসচিবের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দলের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যের সত্যায়িত করে পাঁচ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়ার অনুরোধ করছি।

ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসির কাছে তথ্য রাখা ও ওয়েবসাইটে প্রকাশের সুবিধার্থে ছবি চাওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের পোস্টারে দলীয় প্রধানদের ছবি ব্যবহার করা হয়। দলীয় প্রধান হিসেবে পোস্টারে কে কার ছবি ব্যবহার করছে সেটিও সহজে নজরদারি করার কাজেও লাগতে পারে এ ছবি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৮/হাসিবুল/ইভা   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়