ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন বাংলাদেশের তাপস

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন বাংলাদেশের তাপস

বিনোদন প্রতিবেদক : ভারতের বিনোদন জগতে বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ‘দাদাসাহেব ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল শনিবার প্রদান করা হয়েছে ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’।

চলচ্চিত্রশিল্পে ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ পেলেন বাংলাদেশের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গত ২১ এপ্রিল রাতে মুম্বাইতে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক আয়োজনে ‘শ্রেষ্ঠ সংগীতশিল্পী ও সংগীত পরিচালক (বাংলাদেশ)’ হিসেবে এই সম্মাননা পান তিনি। এর মাধ্যমে এবারই প্রথম কোনো বাংলাদেশি সংগীত পরিচালক ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করলেন।

দাদা সাহেব ফালকের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ যারা এই অ্যাওয়ার্ড লাভ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বলিউড অভিনেতা শহিদ কাপুর, রণবীর সিং, রানা দাগ্গুবতি, কার্তিক আরিয়ান, অদিতি রাও, সিমি গারওয়াল, শিল্পা শেঠি, করন জোহরসহ আরো অনেকে।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়