ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দিনাজপুরে সোনার দোকানে ডাকাতি, আহত ৫

সুলতান মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনাজপুরে সোনার দোকানে ডাকাতি, আহত ৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে জড়োয়া ঘর নামের একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছে ৫ জন।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির সময় শহরের প্রাণকেন্দ্র ও বাণিজ্যিক এলাকা মালদহ পট্টি চকবাজারে এ ডাকাতি হয়।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইফতারির সময় ডাকাতরা তিনটি মাইক্রোবাসে করে আসে। তারা সড়কের প্রবেশদ্বার মাইক্রোবাস দিয়ে বন্ধ করে দেয়। পরে ওই দোকানের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেয়। ৮/১০ জন মুখোশধারী ডাকাত দল দোকানের ভেতরে ঢুকে লুট করে। পালিয়ে যাবার সময় তারা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- জনি (২৫) ও গোলাপ (২৩)।

 

ডাকাতরা পালিয়ে যাবার সময় মালদহ পট্টি এলাকার বিভিন্ন জায়গায় বোমা ফেলে যায়।

 

সংবাদ পেয়ে পুলিশ, র‌্যাব ও ডিবি পুরো এলাকা ঘিরে রেখেছে। ডাকাত দল লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহে রাত ৮টায় ঘটনাস্থলের পাশেই মৃগয়া নামের একটি আবাসিক হোটেলে পুলিশ, র‌্যাব তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

 

কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, এ ঘটনার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

 

এ ঘটনার পর শহরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো শহরে জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

 

রাইজিংবিডি/দিনাজপুর/২ জুলাই ২০১৫/সুলতান মাহমুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়