ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ৬ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন ২০১৫ শেষ হওয়া বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিদুটি হলো-পেনিনসুলা চিটাগং লিমিটেড ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

 

কোম্পানি সূত্রে জানা গেছে, পেনিনসুলা চিটাগং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৪ পয়সা।

 

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ অক্টোবর।

 

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৬ পয়সা।

 

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৫/নিয়াজ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়