ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই গোলে এগিয়ে গিয়েও সিটির ড্র

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই গোলে এগিয়ে গিয়েও সিটির ড্র

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে বিতর্কঠাসা হাই-ভোল্টেজ ম্যাচে টটেনহাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধটা ছিল রোমাঞ্চকর। ৪৯ মিনিটে লেরোয় সানে ও ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। অবশ্য দুটি গোলই হয়েছে টটেনহাম গোলরক্ষক হুগো লরিসের দুটি শিশুতোষ ভুলে।

৫৮ মিনিটে টটেনহামের ডেলে আলী গোল করে ব্যবধান কমান। ৭৬ মিনিটে পেনাল্টি পেতে পারতো সিটি। বক্সের ভেতর রাহিম স্টার্লিংকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন কাইল ওয়াকার। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি। ওই ঘটনার রেশ না কাটতেই পরের মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন সন হিউং-মিন।

এই ড্রয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমল টটেনহামের। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫২। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার সিটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়