ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দুই পয়সার পঙ্‌ক্তি || মারুফ রায়হান

মারুফ রায়হান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই পয়সার পঙ্‌ক্তি || মারুফ রায়হান

অলংকরণ : অপূর্ব খন্দকার

১.
হর্ষ করে উঠছে রোম
কবে দিন ছিল নরমসরম!

২.
অন্ধই অন্ধকার সন্ধ্যায় দর্শক
ওঁৎ পেতেছেন প্রাজ্ঞ ধর্ষক

৩.
পাতাল শুয়েছে শূন্যে
পাপী গড়াচ্ছে পুণ্যে

৪.
কাব্যে কবে থেকে চলছে খরা
খঞ্জ জানে নৃত্যব্যঞ্জনা,
মূর্খরা হলো মুখরা

৫.
নৃশংস রাত্তিরে জাগে সুর
বাহবা দিলেন অসুর

৬.
নিভছে নীরব হাসি
মজনু কি মাংসাশী!

৭.
এলো নয়া অর্থবর্ষ
দুর্দান্ত দুধেল দুর্ধর্ষ



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়