ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই শেয়ারবাজারেই সূচকের বড় পতন

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ১১ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই শেয়ারবাজারেই সূচকের বড় পতন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যযদিবস রোববার উভয় শেয়ারবাজারেই সূচকের বড় ধরনের পতনে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে লেনদেন কমলেও বেড়েছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)।

 

দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৩৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৬০ কোটি টাকার শেয়ার।

 

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

 

ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, গ্রামীণ ফোন, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ারটেক, আইডিএলসি ফিন্যান্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস এবং ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড।

 

দিনেশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেয় ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৫/নিয়াজ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়