ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো : সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো : সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।

 

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

 

বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে তামাকজাত পণ্য ব্যবহারের কারণে প্রতি বছর ৫৭ হাজার মানুষ অকাল মৃত্য এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত পণ্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিরুৎসাহিত করতে তামাক নিয়ন্ত্রণে সরকারের গৃহীত উদ্যোগসমুহের মধ্যে অন্যতম হলো, তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা প্রণয়ন এবং সংশোধন, সব ধরনের তামাজাত দ্রব্যের ওপর ১ শতাংশ সারচার্জ আরোপ এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ।

 

বক্তারা বলেন, বিড়ি-সিগারেটের মতো জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকারক কোনো পণ্যের ব্যবসায় সরকারের অংশীদারিত্ব থাকা উচিত নয়। তামাক নিয়ন্ত্রণের স্বার্থেই সরকারের কোনো প্রতিনিধিরও সিগারেট কোম্পানির পরিচালক পদে থাকা সমীচীন নয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/মিথুন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়