ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে কারখানায় বিস্ফোরণে ‘নিহত ১৬’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে কারখানায় বিস্ফোরণে ‘নিহত ১৬’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নামিলনাড়– রাজ্যে একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

কর্মকর্তারা জানিয়েছেন, তিরুচিরাপ্পাল্লির এ কারখানায় বিস্ফোরণে ভবনের দুটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

 

সত্যনারায়নান নামে অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিরুচিরাপ্পাল্লির ভেট্রিভেল এক্সপ্লোসিভস নামে একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে কারখানা ভবনের প্রথম দুই তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

পাঁচ একর জমি নিয়ে গড়ে ওঠা করাখানার ম্যানুফ্যাকচার ইউনিটে আগুন ধরে প্রকট শব্দে বিস্ফোরিত হয়। আগুন দ্রুত অন্যান্য ইউনিটে ছড়িয়ে পড়ে। ধোয়ার কু-লী উড়তে দেখা যায় আকাশে। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

 

বৃহস্পতিবার সকালে কারখানায় বিস্ফোরণের সময় প্রায় ২০০ শ্রমিক কাজ করছিলেন। অনেকে আহত হয়েছেন এবং ১৬ জন মারা গেছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়