ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : টাকা বিদেশে  না পাঠিয়ে দেশে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এটাকে বৃদ্ধি করে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। আগে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি চিন্তা হতো রিজার্ভ নিয়ে। কিন্তু এখন আমাদের রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।’

 

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘টাকা-পয়সা বাংলাদেশে রাখলে সুদ বেশি পাওয়া যায়। বিদেশে কিন্তু এত পাওয়া যায় না।’ ব্যবসায়ীদের এ বিষয়টি মাথায় রাখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিস্তারিত আসছে…

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/এনআর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়