ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : ইনজুরি জেকে বসেছে বাংলাদেশ শিবিরে। অধিনায়ক মুশফিকুর রহিম, উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক ইনজুরিতে পড়েছেন। 

দ্বিতীয় টেস্টে তারা খেলতে পারছেন না। তাদের ছাড়াই বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। 

মুশফিকুর রহিমের পরিবর্তে খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর ইমরুল কায়েসের পরিবর্তে খেলবেন সৌম্য সরকার। মুমিনুল হকের পরিবর্তে খেলতে পারেন নাজমুল হোসেন শান্ত। 

প্রথম টেস্টে চারদিন পর্যন্ত দারুণ খেলেও শেষ দিনে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই ইনজুরিতে নাস্তানাবুদ বাংলাদেশ। মুশফিক, ইমরুল ও মুমিনুলের মতো তারকা ব্যাটসম্যানদের ছাড়া দ্বিতীয় টেস্টে কেমন করে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়।

তার আগে চলুন দেখে নিই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। 

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. তামিম ইকবাল (অধিনায়ক)
২. সৌম্য সরকার
৩. নাজমুল হোসেন শান্ত
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. সাকিব আল হাসান (সহ-অধিনায়ক)
৬. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)
৭. সাব্বির রহমান
৮. মেহেদী হাসান মিরাজ
৯. কামরুল ইসলাম রাব্বী
১০. তাসকিন আহমেদ
১১. শুভাশীষ রায়



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়