ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দ্য কুংফু কিং

বাবলু ভট্টাচার্য || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্য কুংফু কিং

জেট লি

বাবলু ভট্টাচার্য : কুংফু’র মেগা-তারকা ব্রুস লি। তার মৃত্যুর পর যার হাত ধরে বিশ্বে চীনের ঐতিহ্যবাহী উশু (এক প্রকার ক্রীড়া) সম্পর্কে প্রবল আগ্রহ সৃষ্টি হয় তিনি জেট লি। রাতারাতি তিনি বিশ্ব চলচ্চিত্রাঙ্গণে পরিচিত এবং দর্শকপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই তার নামের পাশে ‘মেগা-তারকা’ শব্দটি আজীবনের  জন্য যুক্ত হয়ে যায়। জেট লি’র আসল চাইনিজ নাম ‘লি লিয়েন চেই’। তাকে ‘কুংফু কিং’ বলেও গণ্য করা হয়।

জেট লি ছিলেন পরিবারের সবচেয়ে ছোট ছেলে। তার দু’বছর বয়সে বাবা এক আকস্মিক ঘটনায় মারা যান। পাঁচ সন্তান আর দু’জন বৃদ্ধ-বৃদ্ধাকে লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব মা কাঁধে তুলে নেন। সাত বছর বয়সে ক্রীড়া শিক্ষকের সুপারিশে জেট লি পেইচিং ক্রীড়া স্কুলে ভর্তি হন। তিনি সেখানে উশু শিখছিলেন। ১৯৭৪ সালে  দেশব্যাপী উশু প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় জেট লি বিজয়ী হন। এরপর ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত একটানা পাঁচ বছর উশু প্রতিযোগিতায় তিনি দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন। এ সময় থেকেই তার নাম ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে খেলাসংশ্লিষ্ট সকলের মুখে মুখে তার নাম উচ্চারিত হতে থাকে। ১৯৭৯ সালের পর থেকে জেট লি এই খেলার জগৎ থেকে বেরিয়ে আসতে থাকেন। কিন্তু এর সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ তার কখনও হয়নি। কারণ তিনি তখন ধীরে ধীরে চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। এবং এর মাধ্যমেই চীনের ঐতিহ্যবাহী এই ক্রিড়া তিনি পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়ার প্রয়াস পান।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়