ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ধর্মের অপব্যবহারে সংকট তৈরি হয়

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্মের অপব্যবহারে সংকট তৈরি হয়

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, ধর্মের অপব্যবহার হলেই সংকট তৈরি হয়।

 

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে প্রথমবারের মতো আয়োজিত বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, রাজনীতিতে ধর্মের অপব্যবহারেও একই অবস্থার সৃষ্টি হয়। আবার এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্ম ব্যবহার করলেও সংকট তৈরি হয়। কিন্তু এটা কাম্য নয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ।

 

উপাচার্য কামরুল হাসান বলেন, সবার ওপরে মানুষ সত্য, এটাই চির সত্য। এ চির সত্যকে উপলব্ধি করেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছাড়াও এর আগে দুর্গাপূজা পরবর্তী বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এবারই এ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে ছিলেন উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহ) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, লেকচারার নুপুর ডি কস্তা প্রমুখ ।   

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৭/আরিফ সাওন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়