ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেস্টের ‘টেস্ট’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্টের ‘টেস্ট’

ইয়াসিন হাসান: একটি জায়গায় ভারত, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের থেকে এগিয়ে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ভারত ১৫তম টেস্টে প্রথম জয়ের স্বাদ পায়। নিউজিল্যান্ডের তালিকাটা অনেক লম্বা। ৪৮তম ম্যাচে ইংরেজদের হারায় তারা। আর জিম্বাবুয়ে? ৬ টেস্ট খেলে এখনও সাদা পোশাকে জয় নেই তাদের।

 

‘ক্রিকেটের সৃষ্টিকর্তার’বিপক্ষে বাংলাদেশ প্রথম জয় পেল দশম ম্যাচেই! সাদা পোশাকে এটাই যে বাংলাদেশের প্রথম জয় তা না। এরআগে আরও ৭টি টেস্ট জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি । তবে দীর্ঘ পরিসরে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া সাফল্যই থাকবে সবার উপরে।

 

এর পিছনে অনেক কারণই আছে। ইংল্যান্ড সেরা দল, আইসিসি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ দল, অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। কিন্তু এর থেকেও বড় একটি কারণ রয়েছে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে যারা সবচেয়ে বেশি কড়া ভাষায় বাংলাদেশের সমালোচনা করেছেন; সেই তালিকায় উপরের দিকে ইংল্যান্ড। জিওফ্রে বয়কট, ব্রিটিশ মিডিয়া একের পর এক সমালোচনা করতে থাকে বাংলাদেশকে নিয়ে।

 

প্রাক্তন ইংলিশ অধিনায়ক জিওফ্রে বয়কট বলেছিলেন, ‘ওদের চেয়ে আমার বুড়ো মা ভাল ক্রিকেট খেলে!’ ক্ষান্ত হননি সেখানে। টেলিগ্রাফে একটি কলামে লিখেছিলেন, ‘আইসিসি শুধু শুধু বাংলাদেশের জন্য পয়সা খরচ করছে। বহু অর্থ ব্যয় করার পরও বাংলাদেশের খেলার কোনো উন্নতিই হয়নি। তারা অন্যদের চেয়ে তুলনামূলক অনেক বেশি অর্থ পাচ্ছে, কিন্তু লাভ কিছুই হচ্ছেনা। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এত অর্থ কেউ ব্যয় করেনি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট একটুও এগোয়নি।’আর বৃটিশ মিডিয়া; এক বিভীষিকাময় ও অমানবিক যন্ত্রনায় বিদ্ধ করেছে টিম বাংলাদেশকে! ২০০৫ সালে লর্ডস টেস্ট হারের পর সরাসরি লিখে দিল, ‘ভবিষ্যতে এই বিতিকিচ্ছিরি বাংলাদেশ দল যেন লর্ডসের ১০০ মাইলের মধ্যে পা রাখতে না পারে, ‘বাংলাদেশের সঙ্গে খেলার সময় গলফের মতো হ্যান্ডিক্যাপ চালু করা উচিত। বাংলাদেশকে প্রথমেই ১০০ রান দিয়ে দেওয়া হোক, যাতে ম্যাচটা একটু দীর্ঘ হয়।’

 

মুখ বুঝে সহ্য করা ছাড়া কিছুই করার ছিলনা। বুদ্ধিমানরা সবসময় সুসময়ের অপেক্ষায় থাকে। টিম বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। সুসময়ের অপেক্ষা করে মাঠেই জবাব দিয়েছে টাইগাররা। তাইত দলপতি মুশফিকুর রহিম ইংরেজ সাম্রাজ্য পতনের পর বলেছিলেন, ‘কোনো কিছুর স্বপ্ন না থাকলে সেটা বাস্তব করা কঠিন। অনেক সাধনার পর কোনো একটা জিনিস পাওয়া গেলে অবশ্যই ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম কিছুনা।’

মুশফিক অবলীলায় বলে দিয়েছিলেন ইংল্যান্ডকে হারানোই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য। আর ‘রিয়েল টেস্টের টেস্ট’ শুরু হচ্ছে এখন থেকেই। মুশফিকের ভাষায়,‘এ ফলটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব দরকার ছিল। গত এক-দেড় বছরে বাংলাদেশ টেস্টে ভালো করছে।এটা ধরে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জের।আমাদের বিশ্বাস আছে, সামনে এরচেয়ে বড় অর্জন আমাদের জন্য অপেক্ষা করছে।অনেক বড় চ্যালেঞ্জ আসছে সামনে। সামনে দেশের বাইরে আমাদের অনেকগুলো সিরিজ। আমরা ধারাবাহিকভাবে সেখানে ভালো খেলতে হবে। ‘রিয়েল টেস্টের টেস্ট’ শুরু হচ্ছে এখন থেকেই।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৬/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়