ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নতুন আঙ্গিকে আসছে এশিয়ান টেলিভিশন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন আঙ্গিকে আসছে এশিয়ান টেলিভিশন

নিজস্ব প্রতিবেদক : বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আসছে এশিয়ান টেলিভিশন। একইসঙ্গে বিদেশি চ্যানেল ও সংস্কৃতির আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মনোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।

রোববার দুপুরে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন উর রশিদ।

তিনি বলেন, আগামী ১৮ জানুয়ারি এশিয়ান টেলিভিশন পঞ্চম বর্ষে পদার্পন করতে যাচ্ছে। এই চার বছরে দেশি-বিদেশি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে টেলিভিশনটি। তাই নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে নতুন আঙ্গিকে দর্শকদের আসবে টেলিভিশনটি। পাশাপাশি  বিদেশি  চ্যানেল ও সংস্কৃতির আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মনোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের অতিরিক্ত অনুষ্ঠান প্রধান রুমানা রহমান।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়