ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে দগ্ধ গৃহবধূর মৃত্যু

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দেওয়া আগুনে কামরুন নাহার নিপু (১৭) নামে গৃহবধূ মারা গেছেন।

 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গত বুধবার বিকালে গৃহবধূ নিপুর শরীরে যৌতুকের জন্য তার স্বামী মহসিন কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।এতে নিপুর শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।তাকে বাঁচাতে গিয়ে শ্বশুর দেলোয়ার হোসেন ও জা রুমা আকতারও অগ্নিদগ্ধ হন।

 

দগ্ধ তিনজনকেই নোয়াখালী জেনারেল হাসপাতালে আনলে নিপুর অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

 

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/৯ ডিসেম্বর ২০১৬/মাওলা সুজন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়