ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৯, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে আনসার কমান্ডারকে হত্যার পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালাচ্ছে র‌্যাব-৭।

মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এ অভিযানে একটি এসএমজি, দুটি রাইফেল ও ছয়টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।

কক্সবাজার র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, কক্সবাজারের টেকনাফে আনসার কমান্ডারকে হত্যা ও অস্ত্র লুটের দুই হোতা খাইরুল আমিন ও মাস্টার আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়।  ভোর থেকে গ্রেপ্তারকৃতদের নিয়ে লুটকৃত অস্ত্র উদ্ধারে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালানো হচ্ছে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ১৩ মে টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা করে আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা করা হয়। এ সময় ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয় ।

 

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১০ জানুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়