ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাটোরে অর্থ আত্মসাতের অভিযোগে আটক ৭

আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৪ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে অর্থ আত্মসাতের অভিযোগে আটক ৭

আটক আরডিপি ফাইন্যান্স অ্যান্ড মাল্টিপারপাস কো-অপরেটিভ সোসাইটির কর্মীরা (ছবি : আরিফুল)

নাটোর প্রতিনিধি : নাটোরে গ্রাহকদের জামানতের অর্থ আত্মসাতের অভিযোগে একটি বেসরকারী অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।

 

রোববার বেলা ৩টার দিকে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত আরডিপি ফাইন্যান্স অ্যান্ড মাল্টিপারপাস কো-অপরেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাহকদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা আমানত সংগ্রহ করে ওই প্রতিষ্ঠানটি। কয়েকদিন ধরে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মাহাতাব উদ্দিন গা-ঢাকা দেয়।

 

এর প্রেক্ষিতে বেশ কয়েকজন গ্রাহক সদর থানায় অভিযোগ দায়ের করে। পরে আজ রোববার দুপুরে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড মাল্টিপারপাস কো-অপরেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের সাত কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।



 

 

রাইজিংবিডি/নাটোর/২৪ মে ২০১৫/আরিফুল ইসলাম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়