ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাটোরে খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৮

আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৮

নাটোর প্রতিনিধি : জেলার সিংড়ায় খাসজমি দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ  ৮ জন আহত হয়েছেন।

 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শনিবার দুপুরে উপজেলার চলনবিলের ৩নং ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী জনৈক মিন্টু মিয়া তার বাড়ির পাশের প্রায় এক বিঘার একটি সরকারি জমি গত প্রায় ৩০ বছর ধরে ভোগ-দখল করে আসছিল। শনিবার দুপুরের দিকে ইটালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড  আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক দলবল নিয়ে ওই জমি দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

 

সংঘর্ষের সময় উভয়পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে নার্গিস বেগম (৪০) নামে এক নারী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক (৫৫) ও মিন্টু মিয়াসহ ৮ জন আহত হন। আহত অন্যরা হলো মকবুল হোসেন (৬৫), নাইম (২৫), আক্কাস আলী (৪৪), আব্দুস সাত্তার ও মাসুদ আলী (৩৫)।

 

সিংড়া থানার অফিসার ইনচার্জ(ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিন্টু ও আব্দুর রাজ্জাক চাচাতো ভাই। খাসজমি নিয়ে বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনোপক্ষই এ বিষয়ে থানায় অভিযোগ করেনি।

 

 

 

রাইজিংবিডি/নাটোর/১০ ডিসেম্বর ২০১৬/আরিফুল ইসলাম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়