ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাটোরে তিন দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা শুরু

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে তিন দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা শুরু

নাটোর প্রতিনিধি : বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে তিন দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমার ১১তম আসর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।

প্রথম দিনেই এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মহিলা অংশ নিয়েছেন।

প্রথম দিনে সকাল ৯টায় আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এদিন মূল আলোচক ছিলেন পাবনার পীরজাদা মাওলানা আব্দুল্লাহিল কাফি, নাটোরের মাওলানা ওবায়দুল্লাহ বিন ওয়াহেদ ও বগুড়ার হাফেজা রাবেয়া বসরী। এরা রাষ্ট্রীয়, পারিবারিক ও ব্যক্তিজীবনে নারীদের পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের আহ্বান জানিয়ে বয়ান করেন।

ইজতেমা সঞ্চালনার দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু সাঈদ ও প্রভাষক রেহেনা পারভীন।

এই ইজতেমার মূল আয়োজক আলহাজ শের আলী শেখের পক্ষ থেকে ইজতেমায় দূরাগত মহিলাদের জন্য বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, ইজতেমায় আগত মহিলাদের নিরাপত্তার জন্য দেড় শতাধিক মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয়েছে।



নাটোর/২৪ জানুয়ারি ২০১৭/এমএম আরিফুল ইসলাম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়