ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারী ভক্তদের বুকখোলা জার্সি নিয়ে তোলপাড়

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ৫ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারী ভক্তদের বুকখোলা জার্সি নিয়ে তোলপাড়

ম্যানইউর বুকখোলা জার্সি পরিহিত এক সমর্থক ও জার্সি

ক্রীড়া ডেস্ক : শুক্রবার নতুন মৌসুমের জার্সি বাজারে ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারই প্রথম খ্যাতিমান স্পোর্টস পণ্য তৈরিকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস তাদের জার্সি প্রস্তুত করার দায়িত্ব পায়। জার্মানির এই মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে জার্সি প্রস্তুতের জন্য ৭৫ কোটি পাউন্ডের চুক্তি হয়। অ্যাডিডাস দায়িত্ব পাওয়ার পর সাহস করে ম্যানচেস্টার ইউনাইটেডের নারী ভক্তদের জন্য ভিন্ন ডিজাইনের জার্সি তৈরি করার।

সেটার জন্য তারা কয়েক দিন জরিপও চালায়। সেটার ফলস্বরূপ ম্যানইউর নারী ভক্তদের জন্য কিছুটা বুকখোলা জার্সি তৈরি করে। কিন্তু এই জার্সি বাজারে আসার পরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই বুকখোলা এই জার্সি পছন্দ করতে পারেনি। তবে ছেলেদের জার্সি বেশ প্রশংসা কুড়িয়েছে।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৫/আমিনুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়