ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নার্সারিতে ভাগ্য খুলল আলম প্রধানের

সোহেল মিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৪ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নার্সারিতে ভাগ্য খুলল আলম প্রধানের

নিজ নার্সারিতে আলম প্রধান

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা আলম প্রধান। ২০০০ সালের দিকে নিজ বাড়ির আঙিনায় শখের  বশে অল্প কিছু মেহগনি, শিশু আমের চারা রোপণ করেন। ধীরে ধীরে বড় হতে শুরু করে চারা গাছ। প্রতিবেশিরা চারাগাছগুলো দেখে কেনার আগ্রহ প্রকাশ করে। যেন এখানেই তার ভাগ্য খুলে যায়।

চারাগাছ বেচাকেনা করে আর্থিক লাভ পেয়ে অভিভূত আলম মন দেন নার্সারি ব্যবসায়। প্রতিবেশি দুই ব্যক্তির পতিত জমিতে নার্সারি করার জন্য চুক্তি করেন। কয়েক বছর পরে ওই জমিই লিজ হিসেবে নেন আলম।

বর্তমানে চার একর জমিতে ড্রাগন, স্ট্রবেরি চারা সহ ফলদ, বনজ ও ঔষধি জাতের শতাধিক প্রজাতির চারা রয়েছে তার নার্সারিতে। পরিবারের সবার সহযোগিতায় নার্সারি করে ইতিমধ্যে দুই বোনের বিয়ে দিয়েছেন আলম। বর্তমানে বাবাÑমা সহ পরিবারের ১২ সদস্যের ভরণপোষণ করছেন। আলমের এক ছেলে এক মেয়ে। মেয়ে আঁখি ৯ম শ্রেণিতে ও ছেলে শাকিব প্রধান ৫ম শ্রেণিতে পড়ছে।

নার্সারীর পাশাপাশি দুটি পুকুরে মাছ চাষও করেন আলম। তিনি বালিয়াকান্দি উপজেলা নার্সারি মালিক সমিতিরও সাধারণ সম্পাদক।

আলম ইতিমধ্যে জেলার শ্রেষ্ঠ নার্সারি মালিক হিসেবেও পুরষ্কার লাভ করেছেন। আলম প্রধান জানান, তার উৎসাহে ইতিমধ্যে উপজেলায় ১৮টি নার্সারি গড়ে উঠেছে।

 

 

 


রাইজিংবিডি/রাজবাড়ী/৪ অক্টোবর ২০১৫/সোহেল মিয়া/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়