ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নায়ক যখন খলনায়ক!

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নায়ক যখন খলনায়ক!

পেনাল্টি শট নিচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক : পারলেন না লিওনেল মেসি। টানা তৃতীয় শিরোপা হার মেসির আর্জেন্টিনার। গত দুই বছরে আর্জেন্টিনাকে বিশ্বকাপসহ তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। কিন্তু তিনবারই স্বপ্নভঙ্গ হলো মেসির।

 

সোমবার ভোরে শতবর্ষী কোপার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে সর্বশেষ শিরোপাটি হারায় আর্জেন্টিনা। ভাগ্যদেবীর নির্মম পরিহাসে আর্জেন্টিনার নায়ক এবার হয়ে গেলেন খলনায়ক। পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে খেলা মেসি শিরোপা নির্ধারণী ফাইনালে শেষ মুহূর্তে এসে পেনাল্টি মিস করেন। বার্সেলোনা সতীর্থ ব্রাভোকে শট ঠেকাতে কোনো কষ্টই দেননি মেসি। মেসির বাঁ পায়ের শট গোল পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

 

মেসির সেই শটে কে কাঁদেনি? মেসিভক্তদের চোখের কান্না থামানো যায়নি। কেঁদেছেন মেসিও। মাঠে পড়ে ছিলেন দীর্ঘক্ষণ। পুরস্কার বিতরণী মঞ্চে মেডেল নেওয়ার পথে মেসির সামনেই ছিল সোনালি চ্যাম্পিয়ন ট্রফিটি।

 

১৯৯৩ সালে কোপা আমেরিকার সর্বশেষ শিরোপা জয় করে আর্জেন্টিনা। ২৩ বছরের আক্ষেপ আরো তিন বছরের জন্য বেড়ে গেল! আর্জেন্টিনার সর্বশেষ শিরোপা পায় ওই বছরই। এরপর ৭টি ফাইনাল খেলেছে দলটি, প্রতিবারই ফিরেছে খালি হাতে। ৪টি কোপা আমেরিকা, ২টি ফিফা কনফেডারেশন কাপ, ১টি বিশ্বকাপ। 

 

পিঠের চোটের কারণে এবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারেননি মেসি। পরের দুই ম্যাচে মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। দাপট দেখিয়ে দলকে ফাইনালে তুলেছেন, সঙ্গে গোলও করেছেন। ৫টি গোল এসেছে মেসির পা ছুঁয়ে, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/ইয়াসিন/টিপু/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়