ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নিউ ইয়র্কে বন্দুক হামলায় আহত ১৩

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউ ইয়র্কে বন্দুক হামলায় আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : আবারও বন্দুক হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। দেশটির স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি বাড়িতে অনুষ্ঠান চলার সময় বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয় ১৩ জন।

 

এদিকে হামলায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি ব্রুকলিন পুলিশ।

 

ইন্ডিয়া টুডে অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, রোববারের হামলায় নয়জন গুলিবদ্ধি হয়। ঘটনার সময় চারজনের শরীরের বিভিন্ন অংশ ছিলে ও কেটে গেছে। আহত ১৩ জনের মধ্যে দুজনের গলায় গুলি লেগেছে। বাকিদের হাতে ও পায়ে গুলি বিদ্ধ হয়েছে।

 

পুুলিশ আরো জানিয়েছে, আহতদের বয়স ১৯ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, তারা সবাই বেঁচে যাবেন।

 

কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। তবে হামলাকারীদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে তারা। ঘটনাস্থলের আশপাশে অনুসন্ধান চালানো হচ্ছে।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলার ঘটনা ঘটেই চলেছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি মারাত্মক হামলার ঘটনায় বড় ধরনের প্রাণহানি হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়