ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিউজিল্যান্ড সম্পর্কে ফ্রাঙ্কলিনের থেকে টিপস নিয়েছেন মিরাজ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ড সম্পর্কে ফ্রাঙ্কলিনের থেকে টিপস নিয়েছেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে একই দলে খেলেছেন জেমস ফ্রাঙ্কলিন ও মেহেদী হাসান মিরাজ। দলের সাফল্যে দুজনের অবদান কম নয়।

 

গত একমাস একই সঙ্গে থেকেছেন, খেলেছেন, নিজেদের সাফল্য ভাগাভাগি করেছেন, আবার ব্যর্থতায় প্রেরণা জুগিয়েছেন। জাতীয় হয়ে প্রথমবারের মতো মিরাজ দেশের বাইরে যাচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ড সিরিজে মিরাজ হবেন সিরিজের নিয়মিত মুখ।

 

বিপিএলের ফাইনাল শেষে আজই মিরাজ ধরছেন অস্ট্রেলিয়ার বিমান। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানালেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস ফ্রাঙ্কলিনের থেকে প্রয়োজনীয় টিপস নিয়েছেন তিনি।

 

মিরাজ বলেন, ‘ওর (ফ্রাঙ্কলিন) কাছ থেকে অনেক তথ্য  নিয়েছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে সম্পর্কে ধারণা নিয়েছি। ফ্রাঙ্কলিন আমাকে সব রকম সহযোগিতা করেছে। টিপস দিয়েছে। ওই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে হবে, কীভাবে পারফর্ম করতে হবে, সেই সম্পর্কে টিপস দিয়েছে।’

 

বিপিএলে নিয়মিত বোলিং করলেও ব্যাটিং করার সুযোগ হয়নি। ১৫ ম্যাচে মিরাজ নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে ব্যাটিংয়ে ১১ ইনিংসে মাত্র ৭৯ রান।

 

ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, ‘আমার নিজের কাছেই খারাপ লাগে যখন ব্যাটিংয়ে রান না করি। যখন রান করি তখন খুব আত্মবিশ্বাসী মনে হয়। সবাই আমার বোলিং দেখেছে। আশা করি ব্যাটিংয়েও চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য। আমি ব্যাটিং-বোলিং দুটোই খুব উপভোগ করি। ব্যাটিং- বোলিংয়ে গুরুত্ব সমানভাবে দেই। নিউজিল্যান্ডে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।’

 

ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শুরুটা দারুণ করেছেন। এবার নিউজিল্যান্ডে একই শুরুর অপেক্ষায় ১৯ বছর বয়সি এই অলরাউন্ডার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়