ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউজিল্যান্ডে এই প্রথম সাকিব

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে এই প্রথম সাকিব

বল করছেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক : শনিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৩০তম ওভারে সাকিবের হাতে প্রথম বল তুলে দেন তামিম ইকবাল। ওই ওভারে ৬ রান দেন সাকিব।

৩২ তম ওভারে ছক্কা খাওয়ার পাশাপাশি ৯ রান দেন। ৩৪তম ওভারে একটি বাউন্ডারিতে ৪ রান দেন। ৩৬তম ওভারে আরো একটি বাউন্ডারিতে ৪ রান দেন। তাতে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে উইকেট শূন্য থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এরপর ৩০ ওভারের মধ্যে আর সাকিব আর বল হাতে পান না। ইনিংসের ৬৭তম ওভারে আবার সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন তামিম। এবার সাকিব তার স্বরূপে ফিরে আসেন। বল হাতে ঘূর্ণি জাদু দেখাতে শুরু করেন। ৬৭তম ওভারের চতুর্থ বলেই মিচেল স্যান্টনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।

পরের ওভারের (৬৯তম) তৃতীয় বলেই বিজে ওয়াটলিংকে বোল্ড করেন। দুই বল পরে কলিন ডি গ্রান্ডহোমকেও সরাসরি বোল্ড করেন। তাতে খানিকটা ব্যাকফুটে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর অবশ্য বৃষ্টি এসে খেলায় বাগড়া দেয়।

তবে বৃষ্টির আগে সাকিব দারুণ কিছু করে দেখিয়েছেন। ২ ওভারেই নিয়েছেন ৩টি উইকেট। যা নিউজিল্যান্ডের মাটিতে তার প্রথম ৩ উইকেট শিকার।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়