ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইএসপি লাইসেন্স : বার্ষিক ফি না বাড়ানোর আহ্বান

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএসপি লাইসেন্স : বার্ষিক ফি না বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) লাইসেন্সের বার্ষিক ফি বাড়ানো হলে এ শিল্প হুমকির মুখে পড়তে পারে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা জানায় সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মানববন্ধনে বক্তারা বলেন, আইএসপি লাইসেন্সের বার্ষিক ফি বাড়ানোর প্রস্তাবটি পাস হলে ইন্টারনেট শিল্প হুমকির মুখে পড়বে। বড় কোম্পানি আরো বড় হবে, কিন্তু ছোটগুলো হবে আরো ছোট। লাইসেন্স ফি বাড়লে তার টাকা ব্যান্ডউইথ বিক্রি করে গ্রাহকদের কাছ থেকেই আদায় করতে হবে।

এতে ইন্টারনেটের দাম যেখানে কমানোর কথা বলা হচ্ছে সেখানে তা আরো বেড়ে যাবে। যা সাইবার ক্যাফে বাড়ানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে জানান বক্তারা।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুজন, যুগ্ম সম্পাদক মো. অহিদ উল্ল্যাহ, প্রাক্তন কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়