ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিরাপত্তা ঝুঁকির মধ্যেও পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তা ঝুঁকির মধ্যেও পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখেও ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফরে যাবে কিনা সেটা নিয় সংশয় রয়েছে। কিন্তু ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্রিকেট বোর্ডের সভাপতি আজিম বাসারথ জানিয়েছেন নিরাপত্তা ঝুঁকি থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তান সফরে যেতে পারে।

এই সফরকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা জানিয়েছে পাকিস্তান সফরে খুবই নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিষয়টি স্বীকার করেছেন ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্রিকেট বোর্ডের সভাপতি আজিম বাসারথও। তবে তিনি মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পারলে সফরে যেতে সমস্যা নেই।

আজিম বাসারথ বলেন, ‘আমার মতে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়ে গ্যারান্টি দিতে পারলে, নিরাপত্তা ঝুঁকি থাকলেও আমরা সেখানে যেতে পারি। তবে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। পাকিস্তান সফরে যাওয়ার আগে অবশ্যই আমরা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখব। নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া প্রতিবেদনের উপর নির্ভর করবে সফরের ভাগ্য।’

 

মার্চে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।




রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়