ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিরাপদ সড়ক, ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপদ সড়ক, ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীরা  তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

বুধবার বিকেলে বৈঠক শেষে বিইউপির আইন বিভাগের শিক্ষার্থী তাওহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘মেয়র ছাড়াও ছাত্রদের ১০ জনের প্রতিনিধি, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারীসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে বেলা ২টায় বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত নামে একটি বাসচাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। এ ঘটনার পর ঘাতক বাস সু-প্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ আট দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বুধবারও রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়