ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিরাপদে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ২৭ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপদে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক : শক্তিশালী  ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল থেকে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল।

 

বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সি-১৩০ বিমানে করে রোববার রাত সাড়ে আটটায় দেশে ফেরেন বাংলাদেশের মেয়েরা। 

 

এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

 

রোববার ভূমিকম্প ফের আঘাত হানে নেপালে। ফলে চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিত্যক্ত ঘোষণা করে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৫/পরাগ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়