ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘নির্বাচনকে ঘিরে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নির্বাচনকে ঘিরে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। যেকোনো অপচেষ্টা রুখে দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

শনিবার সকালে রাজধানীর সবুজবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘২০১৩, ১৪, ১৫, ১৬ সালের মতো অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করতে দেওয়া হবে না। এরপরও কেউ চেষ্টা করলে কঠোর হাতে দমন করব। বোমাসন্ত্রাস আর অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।’

সমাবেশে আসা জনগণের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের পাশে আছে পুলিশ। আমরা বেতনভোগী কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের পাশে আছে পুলিশ। আর মাদকের বিষয়ে জিরো টলারেন্স থাকতে হবে। কেননা মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করছে। এক্ষেত্রে জনগণকেও সহায়তা করতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়