ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনীর নির্যাতনের কারণে অনেকে সীমান্ত পার হয়ে পাশের দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এ জন্য সীমান্তবর্তী দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

 

সোমবার বিকেলে এক সংবাদ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা ও নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল এ আহ্বান জানান।

 

বিবৃতিতে তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত ৮৬ জন রাখাইন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৬৯ জন রোহিঙ্গা মুসলমান এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সহিংসতায় গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার অধিবাসী। তাদের আশ্রয়ের স্বার্থে রাখাইন রাজ্যের পাশের দেশগুলোর সীমান্ত খুলে দেওয়া উচিত।

 

আইনজীবী সিগমা হুদা বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের জরুরি ভিত্তিতে খাবার, বাসস্থান ও ওষুধ প্রয়োজন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রেখেছিল ভারত। আমাদের আজ একই কাজ করা দরকার।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৬/আহমদ নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়