ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নীলফামারীতে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কর্মশালা

ইয়াছিন মো. সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নীলফামারীতে  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কর্মশালা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী  Techniques Of News Presentation on Child Marriage Issue for the Electronic Media কর্মশালা শুরু হয়েছে।

 

শুক্রবার সকালে নীলফামারী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্য ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

নীলফামারী জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক মাসুদ মনোয়ার ভূঁইয়া, সমন্বকারী মো. আবু হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ও তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম প্রকল্প (চতুর্থ পার্যায়) এই কর্মশালা আয়োজন করে। কর্মশালায় নীলফামারী জেলায় কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার ২৬ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

 

 

রাইজিংবিডি/নীলফামারী/৬ জানুয়ারি ২০১৭/ইয়াছিন মো. সিথুন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়