ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেইমারের হলুদ কার্ডের বিপক্ষে বার্সার আপিল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের হলুদ কার্ডের বিপক্ষে বার্সার আপিল

নেইমারের হলুদ কার্ডের দৃশ্য

ক্রীড়া ডেস্ক : বৃহস্পতিবার রাতে কোপা ডেল রের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় বার্সেলোনা। এই ম্যাচে নেইমারকে ডাইভ দেওয়ার অভিযোগে হলুদ কার্ড দেওয়া হয়। সেই হলুদ কার্ডের বিপক্ষে শুক্রবার আপিল করেছে বার্সেলোনা।

ঘটনাটি ম্যাচের ৬২ মিনিটে। এ সময় বল নিয়ে সোসিয়েদাদের ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন লুইস সুয়ারেজ। সোসিয়েদাদের গোলরক্ষক জেরোনিমো রুলি বল ধরতে এসে সুয়ারেজকে ফেলে দেন। বল চলে যায় একটু সামনে। নেইমার দ্রুত বলের দখল নিতে এগিয়ে আসেন। সোসিয়েদাদের গোলরক্ষকও এগিয়ে যান। নেইমারের ডান পায়ের সঙ্গে তার হাত লেগে যায়।

নেইমার হুমড়ি খেয়ে কয়েজ গজ দূরে গিয়ে পড়েন। বিষয়টি রেফারির চোখে ভালো ঠেকেনি। রেফারির মনে হয়েছে নেইমার ইচ্ছা করে ডাইভ দিয়েছেন পেনাল্টি পাওয়ার জন্য। তিনি পেনাল্টি না দিয়ে উল্টো নেইমারকে হলুদ কার্ড দেখান। বিষয়টি নিয়ে পরে বেশ সমালোচনা হয়।

তবে রেফারির সিদ্ধান্ত অটুট রেখেছে স্পেনের কম্পিটিশন কমিটি। তাই বার্সেলোনা এবার নেইমারের হলুদ কার্ডের বিপক্ষে আপিল করেছে। ইতিমধ্যে তারা তাদের প্রমাণাদি জমা দিয়েছে।


নেইমারের হলুদ কার্ড পাওয়ার ভিডিও :

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৭/আমিনুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়