ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নৈতিক দায়িত্ব থেকেই শিশুটিকে উদ্ধার করেছিলাম’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নৈতিক দায়িত্ব থেকেই শিশুটিকে উদ্ধার করেছিলাম’

শের আলীকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পুলিশ সদস্য শের আলী বলেছেন, পদকের জন্য নয়, নৈতিক দায়িত্ব থেকেই সেদিন শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছিলাম।

তিনি বলেন, শিশু হাবিবার মুখে আব্বা ডাক শুনে নিজের মেয়ের অবয়ব স্মৃতিপটে ভেসে ওঠে আমার, নিজেকে তখন ধরে রাখতে পারিনি।

শিশুটিকে উদ্ধার করতে পেরে এবং পিপিএম পদক পেয়ে নিজেকে গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছেন বলেও জানান শের আলী। 

এবারের পুলিশ সপ্তাহ ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের আলীকে পিপিএম পদক পরিয়ে দেন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি সরূপ চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল শের আলীকে এই পদক দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলায় রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি বাসের নিচ থেকে উম্মে হাবিবা নামে আহত এক শিশুকে উদ্ধার করেন শের আলী। শিশুটি চোখে ও মাথায় গুরুতর আঘাত পেলেও তার এই মহৎ কাজের জন্য বেঁচে যায়।

ওই ঘটনার পর শের আলী ও আহত শিশুটির আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে ছড়িয়ে পড়লে দেশব্যাপী প্রশংসিত হন তিনি। প্রশংশিত হয় পুলিশ বাহিনীও।

মূলত শের আলীর ওই কর্মকাণ্ডের জন্য তাকে সাহসিকতার এই উপাধিতে ভূষিত করা হয় বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (সদর) ফারুক আহাম্মদ।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ জানুয়ারি ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়