ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ন্যুব্জ দেহভার নিয়ে আজও দাঁড়িয়ে গৌরারং জমিদারবাড়ি

হিমাদ্রি শেখর ভদ্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৬ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ন্যুব্জ দেহভার নিয়ে আজও দাঁড়িয়ে গৌরারং জমিদারবাড়ি

গৌরারং জমিদারবাড়ির একটি প্রসাদের সামনের অংশ (ছবি : হিমাদ্রি শেখর ভদ্র)

সুনামগঞ্জ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার পশ্চিমে গৌরারং গ্রামে গৌরারং জমিদার বাড়িটির অবস্থান। ৩০ একর জমির উপর প্রতিষ্ঠিত ছয়টি বিরাট বিরাট অট্টালিকা নিয়ে গৌরারং জমিদারবাড়ি। কালের বিবর্তনে জমিদারবাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হতে বসেছে। কয়েকযুগ আগে জমিদারী প্রথা বিলুপ্ত হলেও জমিদারদের কিংবদন্তী আজো ছড়িয়ে আছে সর্বত্র। তবে সে ইতিহাস এখন অনেকটাই হারিয়ে গেছে।

 

ভেতরের দিকের একটি প্রাসাদের ধসে পড়া ও কড়িকাঠ বেরিয়ে পড়া ছাদ (ছবি : হিমাদ্রি শেখর ভদ্র)

 

সুনামগঞ্জ শহরের প্রাচীন রাজ গোবিন্দ প্রাথমিক বিদ্যালয়টি জমিদার রাজ গোবিন্দর নামানুসারেই স্থাপিত। গৌরারং জমিদার বাড়িতে এক সময় দোল পূর্ণিমা, দুর্গা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠান হতো। কিন্তু এখন আর এসব কিছুই হয় না। জমিদারবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে। বিক্রি করে দেওয়া হয়েছে জমিদারদের বেশিরভাগ জমি।

 

 

তিনি স্মৃতির পাতা হাতড়ে বলতে থাকেন- জমিদার বাড়িতে কোনো পূজাপার্বণের আয়োজন করা হলে পুরো এলাকা জুড়ে সাজসাজ রব পরে যেত। তাদের অনুগতরা ভক্তিসহকারী জমিদারদের উৎসব আনন্দে স্বতস্ফুর্তভাবে যোগদান করতেন। অন্যদিকে জমিদার নন্দনরা দলবেঁধে বনজঙ্গলে হাতিরপিঠে চড়ে শিকার করতে বের হতেন। এজন্য তারা দীর্ঘদিন বাড়ির বাইরে অবস্থান করতেন।

 

 

 

 

রাইজিংবিডি/সুনামগঞ্জ/২৬ জানুয়ারি ২০১৫/হিমাদ্রি শেখর ভদ্র/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়