ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে আশরাফুল আলম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

এ ছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক কেএম শহীদ আহমেদ এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত আশরাফুল জেলার তানোর উপজেলার চাতরা গ্রামের মকসেদ আলীর ছেলে।

 

রাজশাহী জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু কনা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত বছরের ১৩ মার্চ রাজশাহীর পুঠিয়ায় ৪০ বোতল ফেনসিডিলসহ আশরাফুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলার রায় ঘোষণা হয় আজ।

 

রায় ঘোষণার সময় আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত আরা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১০ নভেম্বর ২০১৬/তানজিমুল হক/সুজন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়