ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি

সোহেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৮, ২৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি

রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে গরুবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে।

 

গরু ব্যবসায়ী আবদুল কালাম বলেন, ‘২২টি গরু নিয়ে আমরা ঢাকায় যাচ্ছিলাম। ১ নম্বর ফেরিঘাটের   তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। ২২টি গরুর মধ্যে ৬টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যগুলো স্রোতে ভেসে গেছে। আমরা সাঁতরে তীরে উঠে আসি।’

 

এদিকে নদীতে তীব্র স্রোত থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলছে। বর্তমানে ছোট-বড় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে।

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নদীতে স্রোত থাকায় ফেরি চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। তা ছাড়া ফেরি পারাপারেও অতিরিক্ত সময় লাগছে।

 

 

রাইজিংবিডি/রাজবাড়ী/মানিকগঞ্জ/২৮ আগস্ট ২০১৬/ সোহেল/আশরাফুল/উজ্জল/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়